পান্ডুলিপি...
এলোমেলো পান্ডুলিপিতে মনোনিবেশ, উঁইয়ে খাওয়া পাতায় বোঁটকা গন্ধ, অথচ পাতা গুলো বড্ড দামী। বাদামী রঙের পাতায় কৃষ্ণ বর্ণের কতগুলি অক্ষরের নাচ, ইচ্ছে না হলেও নাক বন্ধ করে, রস আস্বাদন করতেই হবে। এতে পেট ভরবে না জানি, তবে মন তো ভরবে! কিম্বা ভবিষ্যতের মাথা গোঁজার ঠাঁই...