...হয়তো...
আমার বুকের মাঝে আজ ঝড় সাথী এনে আমায় কেন অসহায়তায় ডুবিয়ে তুমি গেলে। নিরূপায় আজ তোমায় ছাড়া, মিথ্যে লাগে সব। ভাঙা আরশিতে আজ মুখ অচেনা, পথ চেয়ে যে মরি। নতুন করে নতুনভাবে জানি তুমি আসবে আবার ফিরে হাসি আনন্দ প্রাণোচ্ছলতায় ধরবে আবার ঘিরে....