ছুঁয়ে দেখা

তোমায় স্পর্শ করার সাহস আমি দেখাইনি
কত বার ভেবেছি আজ ছুঁয়ে দেখব, পারিনি
মনের সাথে লড়াই করেছি, ভেবেছি, পুরুষ
হয়েছি, অত ভয় কিসের? নিজের সাথে আপোস
করতে পারিনি। সদর্পে সামনে গিয়ে দাঁড়িয়েছি
দূর হতে সাহস সঞ্চার করে পৌঁছেছি
কিন্তু হঠাৎ এক ঝোড়ো হাওয়া সব বীরত্ব
ধুলায় মিশিয়ে দিয়েছে বারংবার, শক্ত
করেছি মন আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করেছি
তোমায় একটু উষ্ম ছোঁয়ায় ছুঁয়ে দিতে চেয়েছি
ওষ্ঠে তোমায় মিশাতে চেয়েছি, পারিনি আমি

আমি এমন কিছু করব না যাতে মাথা হবে হেট
পারিনি আমি যদিও তুমি মানুষ নও সামান্য “সিগারেট”।

Comments

Popular posts from this blog

রং মশাল