____________অভিমানী_____________
অনেক বলেছি অভিমানে, আর না।
ছোট ছোট টুকরোতে বন্দী করেছ,
আর কত? আর কত টুকরো করবে?
ছোট ছোট টুকরোতে বন্দী করেছ,
আর কত? আর কত টুকরো করবে?
মনে জমা অবসাদ ঝরে পড়েছে
তোমার স্মৃতির আচমকা দোলাতে।
উল্টানো আমিকে নিয়ে সব ফুটবল খেলছ
সমসাময়িকতার সাথে মিল টানা,
কিছুটা অতিরিক্ত সরলীকরণ।
ফলে ছন্দপতন ঘটে যায় মুহূর্তে।
তোমার স্মৃতির আচমকা দোলাতে।
উল্টানো আমিকে নিয়ে সব ফুটবল খেলছ
সমসাময়িকতার সাথে মিল টানা,
কিছুটা অতিরিক্ত সরলীকরণ।
ফলে ছন্দপতন ঘটে যায় মুহূর্তে।
আমি আজ আমার ঠিকানাতেই চিঠি লিখি
আকাশের ঠিকানাটা জানা নেই যে।
পোষ্ট বক্সে নষ্ট হবার চেয়ে
আমার কাছে ফিরে আসুক।
আকাশের ঠিকানাটা জানা নেই যে।
পোষ্ট বক্সে নষ্ট হবার চেয়ে
আমার কাছে ফিরে আসুক।
আমাকে তো আগেই ভুলেছ, এবার আমার পালা
লাস্ট ট্রেনে ফিরতে দৌড়েছিলাম... মচকানো
পা নিয়ে এখনো খুঁড়িয়ে চলি,
তার থেকে নিস্তার নেই
নিস্তার নেই স্মৃতির ছোবল থেকে।
লাস্ট ট্রেনে ফিরতে দৌড়েছিলাম... মচকানো
পা নিয়ে এখনো খুঁড়িয়ে চলি,
তার থেকে নিস্তার নেই
নিস্তার নেই স্মৃতির ছোবল থেকে।
ভুলতে চাইছি, এমন মোহ আগেও কাটিয়েছি
ভুলে যাবো ঠিকই ভুলে যাবো...
একটা প্রশ্নঃ আরো কত ছোট করে নেবো নিজেদের?
Comments
Post a Comment