আমি ও আমার লাশ...
যখন ঘড়ির দিকে তাকালাম
দেখি রাত দুটো বেজে দশ
পাশে থাকা জলের গ্লাস
টা তুলে নিয়ে ঢকঢক করে
খেলাম...কেমন যেন শুকিয়ে
আসছে গলা সারা দেহ কেমন
যেন শূণ্যে মিলিয়ে যেতে চাইছে
বড় অস্বস্তিতে পড়েছি...অন্ধকার
ঘরটাও কেমন যেন বিদ্যুৎ ঝলকানির
মত আলোকিত হয়ে উঠছে, চোখের
সামনের আসবাব গুলো শূণ্যের ওপর
ভাসছে যেন...কেমন একটা বাঁধন
আলগা করে দেওয়া মায়া মমতা ক্ষীণ
হতে ক্ষীণ তর হয়ে চলেছে....অতঃপর...
ধুস! সব দুঃস্বপ্ন....সকালে চায়ের কাপ
হাতে মা এসে আমায় ডাকল...আমি উঠলাম
কিন্তু মায়ের হাতের কাপ মাটিতে চুরমার
হয়ে গেল পড়ে... কিছু বলে ওঠার আগেই
মা দৌড়ে বাইরে ছুটে গিয়ে হইহই রইরই
করে উঠল...কিছ্ছুটি বুঝতে পারছি না...
সবাই ঘরে এল...আমি ঠায় তখনও একলা
হয়ে মাথায় হাত দিয়ে বসে...ঠাহর করে
ওঠা আমার পক্ষে কোনও ভাবেই সম্ভব হচ্ছে না
মা...মা...মা গো...আমার কোন কথাই
যেন মা শুনতে পেল না...দু চোখে আঁচল
জড়িয়ে ডুকরে কাঁদছে...সবার এমন
কাঁদো কাঁদো মুখ দেখে আমি কেমন
থতমত খেয়ে...পিছন ফিরতে দেখি
আমার মত চেহারার কেউ চৌকি
তে শুয়ে আছে...নিথর হয়ে পড়ে
তখনও ঠাহর করতে পারিনি যে
সে কেউ নয় আমারই প্রাণহীন
দেহটা পড়ে আছে....কেমন যেন
অর্থহীন মনে হতে লাগে সব...সব স্বপ্ন
নয় তো...নাকি মন খারাপি বাতাস
কাল রাতের ঘটনার আভরণ উন্মোচনের
সময় হয়েছে এবার....বুঝতে কিছুই আর
বাকি নেই পড়ে আছি কাল থেকে
এই একই ঘরে পাশাপাশি দুজনে
বুঝেছ তো কে....?
আমি আর আমার লাশ...!!!
Comments
Post a Comment