এসো পুরুষ...
এসো পুরুষ বাড়াও তোমার হাত
এসো পুরুষ আমায় কর আত্মসাৎ
এসো পুরুষ আমার দেহ তোমার
এসো পুরুষ জাগিয়ে জানোয়ার
এসো পুরুষ আমার যৌবন শুষে নিতে
এসো পুরুষ কলঙ্ক লেপে দিতে
এসো পুরুষ তোমার পৌরুষ দেখিয়ে দিতে
এসো পুরুষ দেখ আছি বক্ষ উঁচু করে
এসো পুরুষ তোমার শিশ্ন আকাশে তুলে
এসো পুরুষ পর্দা ছিঁড়ে রক্তে ভাসিয়ে দিতে
এসো পুরুষ লৌহ দন্ড আবার নাহয় দিলে
এসো পুরুষ এসো তোমার জন্য দাঁড়িয়ে।
এসো পুরুষ আমায় কর আত্মসাৎ
এসো পুরুষ আমার দেহ তোমার
এসো পুরুষ জাগিয়ে জানোয়ার
এসো পুরুষ আমার যৌবন শুষে নিতে
এসো পুরুষ কলঙ্ক লেপে দিতে
এসো পুরুষ তোমার পৌরুষ দেখিয়ে দিতে
এসো পুরুষ দেখ আছি বক্ষ উঁচু করে
এসো পুরুষ তোমার শিশ্ন আকাশে তুলে
এসো পুরুষ পর্দা ছিঁড়ে রক্তে ভাসিয়ে দিতে
এসো পুরুষ লৌহ দন্ড আবার নাহয় দিলে
এসো পুরুষ এসো তোমার জন্য দাঁড়িয়ে।
কথা গুলো শুনতে কানে আঙুল দি মনে হয়
তাই না? আজ আমাদের লজ্জা হওয়া উচিৎ,
পুরুষতান্ত্রিক মাফ করবেন শিশ্ন তান্ত্রিক সমাজে
রেহাই পায় না দুই বছরের শিশু থেকে সত্তরো্র্দ্ধ মহিলা,
সেখানে দাঁড়িয়ে যুবতীরা কতটা নিরাপদ ভেবে দেখেছেন কি?
তাই বলছি শিশ্ন তান্ত্রিক সমাজে রোজ কাগজে হাইলাইটেড হবে
হাজারো নির্ভয়া। পুরুষ তোমার শিশ্নে আজ লজ্জা
ভেঙে দিয়েছ সমাজের মজ্জা। ছিঃ!!!
তাই না? আজ আমাদের লজ্জা হওয়া উচিৎ,
পুরুষতান্ত্রিক মাফ করবেন শিশ্ন তান্ত্রিক সমাজে
রেহাই পায় না দুই বছরের শিশু থেকে সত্তরো্র্দ্ধ মহিলা,
সেখানে দাঁড়িয়ে যুবতীরা কতটা নিরাপদ ভেবে দেখেছেন কি?
তাই বলছি শিশ্ন তান্ত্রিক সমাজে রোজ কাগজে হাইলাইটেড হবে
হাজারো নির্ভয়া। পুরুষ তোমার শিশ্নে আজ লজ্জা
ভেঙে দিয়েছ সমাজের মজ্জা। ছিঃ!!!
Comments
Post a Comment