সেই মেয়েটা...

সেই মেয়েটার জীবন কেমন ছন্দে ছিল
খোঁজ করেনি কারণ তার যৌবনই কাল ছিল
তার রূপেতে মাদকতা জড়িয়েছিল
পাগোল করা পটল চেরা চোখ ছিল
ঐ মেয়েটি অপ্সরাদের হার মানিয়েছিল
নিজের প্রতি আস্থা ছিল টেক্কা দেবার দম ছিল
সেই দমই যে তার কাল হল
মুখের ওপর ঝলসানো দাগ দেখলে আজো মন কাঁদে
ওদের কাছে নগ্ন হতে
রাজী না হওয়াই ভুল ছিল
অ্যাসিড ছুঁড়ে রূপ সবই ছিনিয়ে নিল
সেই মেয়েটার বেঁচে থাকার জেদ ছিল
সব ভুলে সে নিজের মত বাঁচছিল
আবার তাদের স্বীকার হয়ে রাতের বেলা
লাশ হয়ে ঝোপের ধারে পড়েছিল
নাহ্, ওর এ দেশেতে জন্ম নেওয়াই ভুল ছিল
স্বাধীনতা পেয়েও নারীর ঝুঁকিয়ে মাথা চলতে বলা
এমন সমাজকে মার ঝাঁটা....

Comments

Popular posts from this blog

রং মশাল