___________একটু ঝাঁঝালো__________
ছায়া ও রৌদ্রের সাহিত্যরস নিঙড়ানো চলছে,
যুগ যুগ ধরে। কি এমন মধু মাখানো জানিনা।
পার্কে যুগলের প্রেম রগরগে বার্তালাপ,
প্রজাপতির উড়ে চলা, ধুলো ওড়া ধূসরবিকালের সেইসব সন্ধ্যা।কথার বাঁধুনীর মৃত্যু। কবিতা উল্টোপথে হাঁটে।
স্বপ্ন আঁকো পারলে বারবার আঁকো
ইরেজার দিয়ে মোছো। কাটাকুটিতে
মেতে ওঠো, অক্ষরের, শব্দের, বাক্যের।
পূর্ণতা পাক তোমার মনের না বলা ভাবগুলো।
কখনো মুখ ফুটে টু বলার সাহস দেখায়নি যারা
আজ মাথা উঁচু করে সরব হতে পেরেছে
তোমার লেখাকে সামনে রেখে।
না কোন খিস্তি-খেউর নয়, সাহিত্যের কঠিন
বাক্যবিন্যাসে নয়। তোমার সহজ সরল
সাবলীল ভাষায়।
সমুদ্র-শাসন হেলায় তুচ্ছ করে বাঁচে যারা
বেঁচে থাকার তাগিদে...
স্বাধীনতার স্বাদ বারুদের গন্ধে মিশে যায়।
শৈশব যাদের কাটে চায়ের দোকানে
স্বাধীনতা অর্থহীন ওদের কাছে।
Comments
Post a Comment