__________ফেরা_______
বাড়ি ফেরা?
না না এখনই কেন? সবে তো এলে,
দু দন্ড বসি চলো সবুজ ঘাসের চাদরে...
বিকেলের এই নিভু আলোতে নির্জনতা
ভেঙে চলি আমরা বরং। তোমার আঙুলে
লেগে থাক আমার আঙুল...

কি হল?
ভালো বাসা খুঁজছো বুঝি, ভালোবাসাকে দূরে ঠেলে?
সব কৃপণতা চুরমার করে বেহিসেবী হও।
পৃথিবী আজ আমাদের দূরে রাখি...
ভয় পাচ্ছো?
কি হবে ভয় পেয়ে? দেখলে তো,
ঝোড়ো হাওয়া এল মৌসুমীর মতো
তছনছ করে দিয়ে গেলো সব..সব..সব কিছু...
আজ বাইশ বছর পরে,
তুমি আমি আজ আবার হাঁটছি,
হেঁটেই চলেছি.. লোকে যা ভাবে ভাবুক,
ভালোবাসাতে পরোয়া করি না।
নতুন করে বাঁচতে শিখি দুজনে...
চলো আবার আজ ঝালমুড়ি খাই...
© বাসব চক্রবর্ত্তী ©
০৯/০৮/২০১৬

Comments

Popular posts from this blog

রং মশাল