...বাজারি মেয়েছেলে...

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি সে'ই বলছি
যাকে দেখে আপনারা মুখ ফিরিয়ে নেন,
অচ্ছুত বাজারি মেয়ে ছেলে নামে-ই
চেনেন,জানেন, বা বলে থাকেন।
কিন্তু, বাবু পেটের জ্বালা বড় জ্বালা।
সেখানে struggle for existence এর
নীতিটা টিকিয়ে রাখতে বেছে নিতে হয়
এমন পথ। নয়তো ছিঁড়ে খেতেন হয়তো
আপনাদের মতই কেউ না কেউ। এই
সমাজ এতটাই নিষ্ঠুর যেখানে সৎ ভাবে
বাঁচতে গেলেও সবার কুনজরে পড়তে হয়।
তার চেয়ে নাহয় একটু আধখোলা শরীরে
আপনাদের মনোরঞ্জন করি (সৎ ভাবে)।
একটু হেসে নেচে seduce করে পরিবেশ
গরম করে যদি দিন গুজরান হয় স্বচ্ছন্দে,
তা-ই সয়। সেখানে শেয়াল কুকুরের ছিঁড়ে
খাওয়ার ভয় নেই। বেশ আছি বাবু, কি আসে
যায় সমাজের, নাহয় হলাম বাজারি মেয়েছেলে!
আমরাও মানুষ আমাদেরও মন আছে, তবু
কোন দাম দিতে রাজী নন কেননা,
"আরে তুই তো বাজারি মেয়েছেলে!"
আমাদের টিকে থাকা সমাজকে বুড়ো
আঙুল দেখিয়ে।
আমাদের টিকে থাকা সমাজের শেয়াল কুকুরের
সাথে লড়াই করে।
আমাদের টিকে থাকা দুবেলা দুটো খাবারের জন্য,
আপনাদের মন উষ্ম করে নিজের চোখের জল
লুকাবার জন্য।


Comments

Popular posts from this blog

রং মশাল