...না বলা কথা...


দিল্লীর ঐ পাহাড়গঞ্জের ছোট্ট বস্তিতে আমার দিন গুজরান হয়
বস্তি বললে ভুল হবে, যাকে আপনারা রেড লাইট এরিয়ার আওতায়
ফেলে থাকেন। সমাজে মানুষ না আমরা বেশ্যার তকমা গায়ে লাগিয়ে
ঘুরে বেড়াই। যেখানে স্বল্প টাকায় বিকিয়ে দিই নিজের শরীর। যেখানে প্রতি রাতে
নিরাভরন হই অচেনা অজানা পুরুষের সামনে। সমাজের উঁচুতলার মানুষ
আপনারা। আমাদের আর্তনাদ আপনার কর্ণকুহরে পৌঁছবে না জানি। আফশোষ
করি, কেন জানেন? ঐ রাতে যে বাবুরা আসতেন তাদের টাকার বিনিময় নয়
নিজের মন বিনিময় করতে চেয়েছিলাম, একটু জাতে উঠতে তথাকথিত একটু ভদ্দর
হতে চেয়েছিলাম। আপনারা দৈহিক সুখ খোঁজেন, আমরা মানসিক। আমাদের সখ
আহ্লাদ মাসীই ঠিক করে দেয়, সাজিয়ে দেয়। কই আমাদের কেউ ভালোবেসে হাত তো বাড়িয়ে
দেননি! আমরা কি মানুষ নই? আমাদের সখ আহ্লাদ নেই? আমাদের ঐ ভদ্দর জাতে উঠতে চাওয়া কি দোষের?
আজ হাজার টাা নাম আমার, প্রতি রাতে, এক বাবুর কাছে এক নাম। নিজের নামটাই আর খেয়াল নেই।
নাহ আপনারা এভাবেই আসুন। আমি প্রতিরাতে নাহয় হলাম লালসার শিকার, ভালোবাসার নাইবা হলাম।
ভালো থাকবেন বাবুরা, আপনারা ভালো থাকলেই তো আমাদের পেট চলবে।

Comments

Popular posts from this blog

রং মশাল