...খুনসুটি...
দূর হয়ে যা সামনে থেকে,
অ্যামোনিয়ার মত তুই
জ্বালা ধরাস চোখে।
অ্যামোনিয়ার মত তুই
জ্বালা ধরাস চোখে।
চোখের জলে আবার ভেজালি!
পারিসও বটে তুই,
স্বস্তি ফেরাস নিমেষে।
পারিসও বটে তুই,
স্বস্তি ফেরাস নিমেষে।
তোর সাথে দিনরাত ঝগড়া
আর কাটাকাটি কথাতে.!!
নে এবার চিমটি কাট, আর কি...
আর কাটাকাটি কথাতে.!!
নে এবার চিমটি কাট, আর কি...
Comments
Post a Comment