...নারী তুমি...


ধর্ষিতা হচ্ছ নারী প্রতিদিন প্রতিরাতে
নিজেকে দিচ্ছ সঁপে বল আজ কার হাতে
সংসারে টানছ ঘানি বিনিময়ে বিকিয়ে দেওয়া
কোনদিন বাদ যায়না নারী তোমার নগ্ন হওয়া
বিকৃত মানসিকতা ধর্ষকের চরম প্রকাশ
ধর্ষক সেও জেন যে শোঁকায় ফুলের সুবাস
প্রতিশ্রুতি তোমার কাছে আকাশ টা তোমায় দেবে
বিনিমিয়ে তুমি আজ কামানলে জ্বালিয়ে দেবে
প্রেমের বাতাস থামবে শেষে উষ্ণতার যবনিকা
ঘুমিয়ে যাবে দুটি শরীর ভিজিয়ে দিয়ে বিভাজীকা
রগরগে প্রেম সহবাসে পলকা প্রতিশ্রুতি
মিথ্যাচারের বশে নারী দিলে যে আত্মাহুতি
পান্তা সস্তা বটে দুটো ঐ লঙ্কাভাতে
ঘামেতে ভিজিয়ে শরীর দেখ সে যুদ্ধে মাতে
ধর্ষণের সংজ্ঞা বল কোথায় ধর্ষকের কি পরিচয়
চেয়ে দেখ রাত কেটে যায় আলো ফোটে ঘুলঘুলিটায়....

Comments

Popular posts from this blog

রং মশাল