...চিৎকার...
রাজনীতি ধর্মনীতি দাঁড়িপাল্লার
দুইধারে। মাঝে পড়ে গনতন্ত্র
সারাদিন গুমরে কাঁদে।
দুইধারে। মাঝে পড়ে গনতন্ত্র
সারাদিন গুমরে কাঁদে।
তোমাদের প্রতিবাদ, টিভিই দেখা,
সিরিয়ালে চোখের জলে কপোল ভাসে
তাতে বল কুমীরের কি যায়,
কি-ই বা আসে?
সিরিয়ালে চোখের জলে কপোল ভাসে
তাতে বল কুমীরের কি যায়,
কি-ই বা আসে?
অধার্মিকের ধর্মজ্ঞানে, ক্রুসেডের
গন্ধ পাই। কপালে লাল টিকাতে,
ল্যাজে আগুন হনুমান লঙ্কা পোড়ায়।
গন্ধ পাই। কপালে লাল টিকাতে,
ল্যাজে আগুন হনুমান লঙ্কা পোড়ায়।
ক্ষতি কি তাতেই বল, ভাঙে ওরা
ওদের নীতিই। ভারত আজ জ্বলছে
দেখ, মাতছে JNU...
ওদের নীতিই। ভারত আজ জ্বলছে
দেখ, মাতছে JNU...
যদু বংশ কম যায় না রাস্তায় নামছে
তারা। ন্যাপকিন, চুমু ছেড়ে,
রাস্তায় পায়ে চলা। সাবধান, থাকিস
তোরা। ঐ যে আসছে পুলিশ
ওরে তোরা এবার পালা।
তারা। ন্যাপকিন, চুমু ছেড়ে,
রাস্তায় পায়ে চলা। সাবধান, থাকিস
তোরা। ঐ যে আসছে পুলিশ
ওরে তোরা এবার পালা।
আমাদের সচেতনতা, আমাদেরই স্বার্থপরতা
আমাদের করছে বধির, আমাদের করছে বোবা
আমিও চুপ থাকি আজ, কলমেই সাহস জোগায়
জবাব চাও, এবারে জবাব দাও,
ঘুমন্ত সিংহ জাগাও....এবারে পাল্টা জবাব দাও.....
আমাদের করছে বধির, আমাদের করছে বোবা
আমিও চুপ থাকি আজ, কলমেই সাহস জোগায়
জবাব চাও, এবারে জবাব দাও,
ঘুমন্ত সিংহ জাগাও....এবারে পাল্টা জবাব দাও.....
Comments
Post a Comment