তোমায় দেখা...
তোমায় দেখে আজ ঝলসে গেছে এ চোখ
রেটিনাতে যে প্রতিচ্ছবি আজ ভাসছে কে সে!
সে কি তুমি? মনে হল যেন অনেক অচেনা।
তুমি তো আজ তুমি নেই আর বদলে গেছ।
বদলে বদলে আদলটাই আজ ভোল পাল্টে স্মৃতির অতলে হাতড়ে চলে। খেই হারিয়ে ফেলে পর্বতসম স্মৃতির ভীড়ে, বড় ফিকে হয়ে আছ। সাদা কালো স্মৃতি রঙীন করার ব্যর্থ প্রয়াস। আকাশে উড়ে চলা শ্যেনের দৃষ্টি যতটা না প্রখর, তার চেয়েও তীক্ষ্ন এ বুকের ধুকপুকুনি টা। বাইরে বেরিয়ে আসতে চায় হৃৎপিন্ড, সিস্টোল ডায়াস্টোলে সাইক্লোন তোলে বুকের মাঝে। তোমার ছটা আজ লেজারের মত চোখে বিঁধে স্পেকটাকলস টা খুলে পকেটে রাখতে বাধ্য হলাম। পারলাম না নাকের পরে আর ধরে রাখতে। চলতি পথে আবার কোন একদিন দেখা হবে , হয়তো এমন অনুভূতি দ্বিতীয় দিনে আর হবেনা। তবু থাকব অপেক্ষায়...
রেটিনাতে যে প্রতিচ্ছবি আজ ভাসছে কে সে!
সে কি তুমি? মনে হল যেন অনেক অচেনা।
তুমি তো আজ তুমি নেই আর বদলে গেছ।
বদলে বদলে আদলটাই আজ ভোল পাল্টে স্মৃতির অতলে হাতড়ে চলে। খেই হারিয়ে ফেলে পর্বতসম স্মৃতির ভীড়ে, বড় ফিকে হয়ে আছ। সাদা কালো স্মৃতি রঙীন করার ব্যর্থ প্রয়াস। আকাশে উড়ে চলা শ্যেনের দৃষ্টি যতটা না প্রখর, তার চেয়েও তীক্ষ্ন এ বুকের ধুকপুকুনি টা। বাইরে বেরিয়ে আসতে চায় হৃৎপিন্ড, সিস্টোল ডায়াস্টোলে সাইক্লোন তোলে বুকের মাঝে। তোমার ছটা আজ লেজারের মত চোখে বিঁধে স্পেকটাকলস টা খুলে পকেটে রাখতে বাধ্য হলাম। পারলাম না নাকের পরে আর ধরে রাখতে। চলতি পথে আবার কোন একদিন দেখা হবে , হয়তো এমন অনুভূতি দ্বিতীয় দিনে আর হবেনা। তবু থাকব অপেক্ষায়...
Comments
Post a Comment