...ক্যানভাস...
না রে আমি রঙ তুলি নিয়ে
ঘন্টার পর ঘন্টা আঁকি বুকি
করেও উদ্ধার করতে পারলাম না
আমার বিষয়খানা কি?
না রে আমি রঙ তুলি নিয়ে
মুখের দুপাশে ভালো ভাবে
লেপ্টে নিয়েছি রঙ। দেখ
কেমন সঙ সেজেছি!
না রে আমি রঙ তুলি নিয়ে
চোখ দিয়ে যা ধরেছি মনে
তা ফোটাতে পারিনি। ব্যর্থ
হয়েছি। শুধু হিজিবিজবিজ!
না রে আমি রঙ তুলি নিয়ে
অনেক খেয়াল খুশি আঁচড়
টেনেছি। ”বাহ, দারুণ এঁকেছিস”
বললি বটে! পাগোল নাকি?
নারে আমি রঙ তুলি নিয়ে
কিছুই সাজাতে পারিনি,
হতে পারিনি, পাবলো
মকবুল, পিকাসো!
না রে আমি রঙ তুলি নিয়ে
হতে পারিনি, যামিনি, গণেশ
হতে পারিনি, নন্দদুলাল
ব্যর্থ আঁচড়ের মালিক ছাড়া!
তবু রঙ মাখি, রঙ খাই, রঙ খেলি
জীবনের সাদা কালো ঢেকে ফেলি
দুদন্ডের তুলির আঁচড়ে।
Comments
Post a Comment