আমাতে তুমি...

সূর্য যেমন রোজ ওঠে এক নতুন দিনের সূচনা
আমার জীবনে তুমিই সে নতুন শুরুর রচনা
পাখ পাখালীর ঘরে ফেরা সন্ধ্যে নামার পরে
আমার আমি-র অস্তিত্ব পাই সব খোয়াবার আগে
মনের কোণে মেঘ জমে আজ দুচোখে নামে বর্ষা
তুমি ছাড়া আজ কেই বা আপন কেই বা  ভরসা
ঘর ছাড়া পাখি দুচোখে চাহি স্বপ্ন দেখে ঢের
অসহায় জীবন বিষায় জানি প্রলম্বিত সে জের
বাস্তবতার শ্বাসবায়ু আজ সায়ানেটে ভরপুর
অসহ্য জ্বলন বুকের মাঝে ফুসফুস অস্থির
অবুঝ মন নিকোটিনে মিশে যেতে চায়
অ্যালকোহলে হতে চায় বুঁদ। নিরূপায়.....

Comments

Popular posts from this blog

রং মশাল