প্রতিবাদী
আঙুল তোলা বারণ
তুমি জানো না?
কারণ তুমি কিছু দেখোনি।
তুমি জানো না?
কারণ তুমি কিছু দেখোনি।
প্রতিবাদ ভুলে যাও,
তুমি কিচ্ছু শোনোনি।
তুমি কিচ্ছু শোনোনি।
রাস্তায় নামবে?
সস্তা প্রচারে আসা,
পোষাবে না।
সস্তা প্রচারে আসা,
পোষাবে না।
তার চেয়ে বুদ্ধির বীজ বপন করে
বুদ্ধিজীবী হওয়া যাক বরং,
ভাঁড়ার শূন্য বখাটে বাঙালী বলে কথা!
বুদ্ধিজীবী হওয়া যাক বরং,
ভাঁড়ার শূন্য বখাটে বাঙালী বলে কথা!
Comments
Post a Comment