চেনা ছবি বদলে যায়, সময়ের সাথে
অণুঘটন ও বিশাল বিস্ফোরণ ঘটায়,
চোখের জলে আজ রক্তের দাগ,
সে রক্ত রঙহীন, স্বচ্ছ জলের মত,
স্বপ্ন আশা ভেসে যায় তার সাথে,
কপোল যেন আজ কপোতাক্ষ নদ,
শুধু স্বাদটা নোনতা...
অণুঘটন ও বিশাল বিস্ফোরণ ঘটায়,
চোখের জলে আজ রক্তের দাগ,
সে রক্ত রঙহীন, স্বচ্ছ জলের মত,
স্বপ্ন আশা ভেসে যায় তার সাথে,
কপোল যেন আজ কপোতাক্ষ নদ,
শুধু স্বাদটা নোনতা...
Comments
Post a Comment