সবার কালীকা
সব কিছু ঠিক আগের মতোই
শুধু তুমি নেই
দোহারে আজো করুণে বাজে
শুধু তুমি নেই
মৃদঙ্গ মাতায় আসর তেমনই
শুধু তুমি নেই
শুধু তুমি নেই
দোহারে আজো করুণে বাজে
শুধু তুমি নেই
মৃদঙ্গ মাতায় আসর তেমনই
শুধু তুমি নেই
সব গানের সূত্র আছে ঠিক, সূত্রধর-ই
শুধু তুমি নেই
হারানো সুর আজো আছে, সন্ধানী
শুধু তুমি নেই
শিল্প আছে ঠিক তার জায়গাতে, শিল্পী
শুধু তুমি নেই
শুধু তুমি নেই
হারানো সুর আজো আছে, সন্ধানী
শুধু তুমি নেই
শিল্প আছে ঠিক তার জায়গাতে, শিল্পী
শুধু তুমি নেই
অনামী শিল্পী হাজার আছে,
তাঁর হাত ধরে টানার মানুষ,
কালিকা শুধু তুমি নেই...
__________________
© বাসব চক্রবর্ত্তী
তাঁর হাত ধরে টানার মানুষ,
কালিকা শুধু তুমি নেই...
__________________
© বাসব চক্রবর্ত্তী
Comments
Post a Comment