বিষয়ঃ যশোর রোডের গাছ নিধন
কেটে ফেল গাছ,
টিপে ধরে টুঁটি,
ছিঁড়ে ফেল হাত,
খুলে নে বাকল।
তোর পথ হোক সুগম,
উপকার ভুলে যা।
টিপে ধরে টুঁটি,
ছিঁড়ে ফেল হাত,
খুলে নে বাকল।
তোর পথ হোক সুগম,
উপকার ভুলে যা।
কি হবে ঐ আগাছা রেখে?
তার চেয়ে উপড়ানো শ্রেয়,
কি হবে ওদের উপর গড়া
ইকোসিস্টেমের পরোয়া করে?
ওসব দুয়ো... মাথায় রাখিস না!
ক্রেন চালা ... ক্রেন চালা ওখানে ড্রেন হবে,
আর একটু ছড়ানো রাস্তা,
গাছ তো বাজারে বিকোয়,
রাস্তা তো আর নয়!
তার চেয়ে উপড়ানো শ্রেয়,
কি হবে ওদের উপর গড়া
ইকোসিস্টেমের পরোয়া করে?
ওসব দুয়ো... মাথায় রাখিস না!
ক্রেন চালা ... ক্রেন চালা ওখানে ড্রেন হবে,
আর একটু ছড়ানো রাস্তা,
গাছ তো বাজারে বিকোয়,
রাস্তা তো আর নয়!
অক্সিজেন তো সিলিন্ডারেই আছে,
গাছেরা নিস্প্রয়োজন...তুই উপড়ে ফেল,
তার চেয়ে বরং...!
ওরা প্রাচীন ওদের উপর তথ্যচিত্র করা যায়,
তাই বলে পোষা ? অসম্ভব তা যায় না।
নিজেদের বাপ মায়ের ই খবর রাখিনি
বুড়ো হলে, খুব বেশী হলে সত্তর!
ওরা তো দ্বিগুণ, দেড়শ...
গাছেরা নিস্প্রয়োজন...তুই উপড়ে ফেল,
তার চেয়ে বরং...!
ওরা প্রাচীন ওদের উপর তথ্যচিত্র করা যায়,
তাই বলে পোষা ? অসম্ভব তা যায় না।
নিজেদের বাপ মায়ের ই খবর রাখিনি
বুড়ো হলে, খুব বেশী হলে সত্তর!
ওরা তো দ্বিগুণ, দেড়শ...
ডিফরেস্টেশনের নেপথ্যে তো
আসলে, মডার্ণাইজেশন....
তুই সাফ করে দে তো সব....
ওদের উপর সহমর্মিতা দেখিয়ে,
শ'খানেক চারা গাছ পুঁতব খন।
তোরা ছাগল দিয়ে পরে খাইয়ে দিস...
আরে ধুর! দে না রে তোর ইতিহাসের নিকুচি
গাছ বাঁচিয়ে রাস্তা? ওটা বিলেতে হয়,
এখানে নয়...."চালা চালা ক্রেন চালা...
শ-দেড়শ'র গাছ, আর একটি রাস্তা"
তোদের জন্য এই শ্লোগান...
______________________________
© বাসব চক্রবর্ত্তী
০৮/০৪/২০১৭
আসলে, মডার্ণাইজেশন....
তুই সাফ করে দে তো সব....
ওদের উপর সহমর্মিতা দেখিয়ে,
শ'খানেক চারা গাছ পুঁতব খন।
তোরা ছাগল দিয়ে পরে খাইয়ে দিস...
আরে ধুর! দে না রে তোর ইতিহাসের নিকুচি
গাছ বাঁচিয়ে রাস্তা? ওটা বিলেতে হয়,
এখানে নয়...."চালা চালা ক্রেন চালা...
শ-দেড়শ'র গাছ, আর একটি রাস্তা"
তোদের জন্য এই শ্লোগান...
______________________________
© বাসব চক্রবর্ত্তী
০৮/০৪/২০১৭
Comments
Post a Comment