তোকে

আজ তোকে নিয়ে লিখবো বলে
বসে আছি সেই থেকে। হাতের মুঠোয়
ঘাম জমতে শুরু করেছে,
সাদা কাগজ ভিজছে ইতিমধ্যে।
তবে লেখনী অনড়, খস খস সরছে না।
রক্তিম সূর্যের​ রৌপ্য মুদ্রায় রূপান্তর...
আঙুল খেলেনি এখনও।
চোখের সামনে দিয়ে উড়ে যেতে দেখেছি
ঘরে ফেরা পাখি দের।
বাঁশ বাগানের কিচিরমিচির এখন থেমে গেছে।
কিছু লিখতে চেয়েছিলাম তোকে নিয়ে,
অক্ষর আজ ধর্মঘট ডেকেছে।
____________________________
© বাসব চক্রবর্ত্তী
১১/০৪/২০১৭

Comments

Popular posts from this blog

রং মশাল