এই ধর্মটাকে বর্ম করে করছ যারা খেলা,
জাত পাতের জাঁতা কলে হদ্দ মতন পেষা।
জাত পাতের জাঁতা কলে হদ্দ মতন পেষা।
টিকিবাদ আর দাড়িবাদের হিসেব এবার ছাড়ো,
ছিরি-জাতের কবিতা ছিঁড়ে মানুষ হয়ে বাঁচো।
ছিরি-জাতের কবিতা ছিঁড়ে মানুষ হয়ে বাঁচো।
সোজা কলম ছেড়ে এখন বাঁকা কলমে কবি,
বাঁকা লেখার কুখ্যাতিতে হনু দেখায় পেশী...
বাঁকা লেখার কুখ্যাতিতে হনু দেখায় পেশী...
__________________
© বাসব চক্রবর্ত্তী
© বাসব চক্রবর্ত্তী
Comments
Post a Comment