ধরা কে যদি সরা বলিয়া চালাইয়া দিতে পারি
তবে ক্ষরা কে খয়ের বলিতে ত্রুটি বুঝি না
শাখামৃগের নাচ দেখিয়া তাহাদের একজন ভাবিয়া লই
ইহাতেও দোষ দেখি না, তাহারা আমাদিগের আদিপুরুষই বটে
ল্যাজের দিক হইতে বিচার করিলে ল্যাজ বহুলাংশে বর্ধিত হইয়াছে
উঁহু উঁহু উহাদিগের নয় বরং তথাকথিত আধুনিক প্রাণী, আমাদিগের
পুস্তকে-বদনে সখ্যতা না জন্মাইলেও বদনপুস্তকে নিশ্চয়
আধুনিক বলিয়া প্রমাণ করিতে ইহার জুড়ি ভার।
তুমি-নলে চলছবি দেখি আর কিকরতে বার্তালাপ
ক্ষুদ্রবার্তার চল একপ্রকার নাই ধরিলেই চলে। ভবিষ্যৎ এ
লেখালেখির চল থাকিবে তো?
নাকি তাহাও ইতিহাস হইবে?

Comments

Popular posts from this blog

রং মশাল