...সবুজ সেনা...
কলমের নিবের ক্ষমতায়,
হার মানে করাতের দাঁত।
হার মানে করাতের দাঁত।
থমকে দাঁড়ায় ক্রেন,
এক হাতুড়ির আঘাতে।
এক হাতুড়ির আঘাতে।
গলার শিরা উপশিরা ছিঁড়ে
রাস্তায় পোষ্টার ঝুলিয়ে
হেঁটেছিল যাঁরা।
রাস্তায় পোষ্টার ঝুলিয়ে
হেঁটেছিল যাঁরা।
ওঁরা আজ হাসতে পারছে,
সবুজের নীচে প্রশান্তির প্রশ্বাস।
সবুজের নীচে প্রশান্তির প্রশ্বাস।
কল-কাকলী মুখর ওদের ঘরে
আজ নিশ্চিত ঘুম।
সবুজবাগ আজ আবেগে আপ্লুত,
বনগাঁর ছায়া সুনিবিড় প্রাকৃতিক শোভায়
আজ হাসছে সবুজের সেনারা....
__________
©বাসব চক্রবর্ত্তী
আজ নিশ্চিত ঘুম।
সবুজবাগ আজ আবেগে আপ্লুত,
বনগাঁর ছায়া সুনিবিড় প্রাকৃতিক শোভায়
আজ হাসছে সবুজের সেনারা....
__________
©বাসব চক্রবর্ত্তী
Comments
Post a Comment