অনাত্মীয় যুবকের সঙ্গে বেশীক্ষণ ঘরে
একলা থাকলে লোকের বক্রদৃষ্টিতে পড়তে
হবে মেয়েটির। সব জেনেও তোয়াক্কা করেনি
ডেকে নিয়েছিলো সেদিন। কারণ, মনে পাপবোধ
তার কাজ করেনি। ঝুলতে হল ওকে, ওড়নার ফাঁস
নিয়ে। অপমান সহ্য হয়নি। কি আসে যায়?
আজ সেই লোকেরাই ভুলে গেছে...শুধু ভুলতে পারেনি,
সেই ছেলেটা, যার হাতে রাখী পরিয়ে ভাই বলে ডেকেছিলো, তাকে।
একলা থাকলে লোকের বক্রদৃষ্টিতে পড়তে
হবে মেয়েটির। সব জেনেও তোয়াক্কা করেনি
ডেকে নিয়েছিলো সেদিন। কারণ, মনে পাপবোধ
তার কাজ করেনি। ঝুলতে হল ওকে, ওড়নার ফাঁস
নিয়ে। অপমান সহ্য হয়নি। কি আসে যায়?
আজ সেই লোকেরাই ভুলে গেছে...শুধু ভুলতে পারেনি,
সেই ছেলেটা, যার হাতে রাখী পরিয়ে ভাই বলে ডেকেছিলো, তাকে।
Comments
Post a Comment