রোজ রোজ একই ছবি তুলতে
মন চায় না। সেই যে একঘেয়ে
খানিক ময়লা রঙের বিচ্ছিরি
এক বিকেল। সেই একই শালিকের
দলের কিচিমিচি, এক সাথে ঘরে
ফেরার পালা তাদের। সূর্যের ঐ লাল
আভা তো আর পাইনা, ধোঁয়ায় ভরা
নোংরা এক কাপড়ের মত উড়তে
দেখি মনে হয়। ক্যামেরার খচখচানিতে
মেকি ঝলকানী অনেক হয়েছে।
একটু হলুদ একটু বেগুনী একটু সবুজ
রঙ টেনে অতি বাস্তব ফ্যাকাশে বিকালও
যেন মোহময়ী হয়ে ওঠে ছবির দোকানের
দৌলতে।
এই যে একঘেয়ে চলছে বিকাল আসা দুপুরের পর। ভালো লাগছে না,
রাতের পর দুপুর আসুক সন্ধ্যার পর সকাল। এই ফেজ টা বদলাতে হবে।
ইলাস্ট্রেটর ইনস্টল করে কে এই নিয়মটায়
রঙের আঁচড় দিবি? ফিজিক্স কেমিস্ট্রি বা
ম্যাথ যাই বল ওরা হাত উঁচিয়ে আছে,
পারবে না বলে দিয়েছে। শুধু তুইই
পারবি এই রংচটা সিস্টেমের বদল আনতে।
সে বিশ্বাস আছে তাই তোকে ইমেল করলাম...
মন চায় না। সেই যে একঘেয়ে
খানিক ময়লা রঙের বিচ্ছিরি
এক বিকেল। সেই একই শালিকের
দলের কিচিমিচি, এক সাথে ঘরে
ফেরার পালা তাদের। সূর্যের ঐ লাল
আভা তো আর পাইনা, ধোঁয়ায় ভরা
নোংরা এক কাপড়ের মত উড়তে
দেখি মনে হয়। ক্যামেরার খচখচানিতে
মেকি ঝলকানী অনেক হয়েছে।
একটু হলুদ একটু বেগুনী একটু সবুজ
রঙ টেনে অতি বাস্তব ফ্যাকাশে বিকালও
যেন মোহময়ী হয়ে ওঠে ছবির দোকানের
দৌলতে।
এই যে একঘেয়ে চলছে বিকাল আসা দুপুরের পর। ভালো লাগছে না,
রাতের পর দুপুর আসুক সন্ধ্যার পর সকাল। এই ফেজ টা বদলাতে হবে।
ইলাস্ট্রেটর ইনস্টল করে কে এই নিয়মটায়
রঙের আঁচড় দিবি? ফিজিক্স কেমিস্ট্রি বা
ম্যাথ যাই বল ওরা হাত উঁচিয়ে আছে,
পারবে না বলে দিয়েছে। শুধু তুইই
পারবি এই রংচটা সিস্টেমের বদল আনতে।
সে বিশ্বাস আছে তাই তোকে ইমেল করলাম...
Comments
Post a Comment