আমি বুঝিনি কবিতা তোমাকে,
বুঝতে চাইনি আর চাইও না।
কিছু এলোমেলো কৃষ্ণবর্ণের 
পরপর বসা আর শব্দ সৃষ্টি, ভাবের
পরিস্ফুটনে তুমি... শত মানুষের
অন্তরের কথা প্রকাশ করেছ,
আমি নই। তোমার আবির্ভাবে
অজনা আবেশে লেখনী চালিয়ে
গেছি মাত্র। রোজ যা দেখে চলেছি
তাতেই যে তুমি লুকিয়ে, আমি বুঝিনি।
কিভাবে তোমার প্রকাশ? বিস্মিত!
জোনাকীর ঝিকিমিকি আর তারার মিটিমিটি
তোমার কাছে সমতুল মনে হয়েছে।
কবিতা তোমায় সত্যিই বুঝিনি...
কপোল বেয়ে গড়ানো অশ্রু মুক্তাসম
আমি যা কখনোই ভাবিনি।
বুঝতে চাইও না আর....

Comments

Popular posts from this blog

রং মশাল