তোর জন্য রঙ এনেছি, হোলি খেলব,
দুজনে মিলে হোলি খেলি, আবীর এনেছি।
এখানে দেখ, কত কিছু, পসরা নিয়ে বসেছিল
দোকানী। সব এনেছি, পটল-মাথাফাটা-সোনালী,
সঙ সাজতে হবে যে। ঐ ঐ প্যাকেটে দেখে নে,
তোর পরনের জামা এনেছি, আমার পাঞ্জাবী।
তুই বলেছিলি, মনে আছে? আমি নাকি ছেঁড়া জামা
পরে হোলি খেলি সেটা তুই চাস না। এই দেখ আমি
টুপি এনেছি, কি সুন্দর মানিয়েছে, না রে! বসন্ত উৎসবে
মাতব সবাই। এই দেখ না, মিষ্টি এনেছি, তোর পছন্দের রসকদম।
আমার কপোল বেয়ে জল গড়াচ্ছে, মোছাবি না তুই?
মোছাবি না বল? এই তুই মোছাবি না?
প্যাকেট থেকে রজনীগন্ধার মালাটা শ্যামলীর ছবিটাতে চড়িয়ে,
চোখের জলটা একবারের জন্য মুছে নিয়ে চেয়ারে বসে চোখ বুজি।

Comments

Popular posts from this blog

রং মশাল