ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে,
সোঁদা গন্ধের মাদকতা বাতাসে।
এক অজানা অচেনা আবেশে
ভর করেছে। তোর কথা মনে
পড়ছে খুব...ইচ্ছে করে সময় কাটাতে
তোর সাথে, ঘড়ির কাঁটার পরোয়া না করে...
সোঁদা গন্ধের মাদকতা বাতাসে।
এক অজানা অচেনা আবেশে
ভর করেছে। তোর কথা মনে
পড়ছে খুব...ইচ্ছে করে সময় কাটাতে
তোর সাথে, ঘড়ির কাঁটার পরোয়া না করে...
Comments
Post a Comment