________মনে করিস না______
মনে করিস না বুকের ভিতরের
আগুন আজ নিভে গেছে।
সমহিমায় জ্বলছে আজও...
আগুন আজ নিভে গেছে।
সমহিমায় জ্বলছে আজও...
পুড়িয়ে মারছে, কালো বিষ বাষ্পে
ছেয়ে ধরছে ধীরে ধীরে...
ফাগুনের আগুনে পুড়তে চেয়েছি,
পুড়ছি তোর চোখের ঘৃণায়।
ছেয়ে ধরছে ধীরে ধীরে...
ফাগুনের আগুনে পুড়তে চেয়েছি,
পুড়ছি তোর চোখের ঘৃণায়।
ক্ষত-বিক্ষত শরীরে তোর অপমানের
চাদর জড়িয়েছি মাত্র।
চাদর জড়িয়েছি মাত্র।
আজো বাজিস তুই, শঙ্খধ্বনির মতোই।
ধড়ফড়ানি বেড়েই চলে
সাথে অসহনীয় কষ্টটা।
ধড়ফড়ানি বেড়েই চলে
সাথে অসহনীয় কষ্টটা।
ফাঁকা মাঠে দাঁড়িয়ে কুয়াশার ক্যানভাসে
ছবি আঁকি তোর।
চোখের দৃষ্টি ঝাপসা হয়,
সারা আকাশ জুড়ে শুধু তুই...
ছবি আঁকি তোর।
চোখের দৃষ্টি ঝাপসা হয়,
সারা আকাশ জুড়ে শুধু তুই...
তাল পাকিয়েই পড়ে রইল,
বুকচাপা কান্নাটা...
বুকচাপা কান্নাটা...
© বাসব চক্রবর্ত্তী ©
Comments
Post a Comment