তুই যে ছিলিস আমার কাছে
অনেক বেশী নাইট্রোজেনে
হার মানে বাতাসে।
•••
তুই যে আমার স্বপ্ন সফেনে
ইচ্ছে অনেক, যাস মিলিয়ে।
সেই ভাবনা ফ্যাকাশে।
•••
আমি এখন কেউ- তোর নইরে,
স্নানের ঘরের ভিজে তোয়ালে
জলকণায় অশ্রু মিশে।
•••
এখন তোর সেই আগের মতো
ছুটে এসেই আঁকানো চুমো,
স্মৃতির পাতাতে ভাসে।
•••
আমার সাথী ভাঙা গীটার,
তোর স্মৃতিতে আমার জ্বর।
সঙ্গী মেডিসিনে।
•••
একলা কাঁদি রাত দুপুরে
সাক্ষী শুধুই চার দেয়ালে।
জড়ানো পাশ বালিশ।
•••
চলাচলের সেই যে গলি
দাঁড়িয়ে একা ভাবতে থাকি
যদি আবার ফিরিস
•••
তোর দেওয়া গোলাপ খানি
ডায়েরী চাপা শুকনো পাঁপড়ি
ভেজা চোখের নালিশ...

Comments

Popular posts from this blog

রং মশাল