এমন করে বছর বাইশ আবার নাহয় কাটুক
দেখবি কেমন হারিয়ে গেছি, কেমন অচেনা অদ্ভূত।
সময় বড়ই কঠোর হাতে দিচ্ছে দেখ কেমন পাঠ
বদলে যাব আমি-আমরা চেনা শোনা পথ ঘাট
স্মৃতি কেবলই জ্বলবে মনে, চির সতেজ সবুজ হয়ে
সময় বইবে বুড়িয়ে যাব, মৃত্যুর পানে ধেয়ে
হঠাৎ সাক্ষাতে তোদের সাথে
জাগবে আবার সুপ্ত স্মৃতি থরে থরে
থাকবি তোরা চিরভাস্বর মনের সরণীতে
ভেবে দেখ
আজ থেকে ঠিক বাইশ বছর পরে....

Comments

Popular posts from this blog

রং মশাল