আজ তোকে খুঁজি আমার স্মৃতির পান্ডুলিপিতে
অনেক অস্পষ্ট তোর মুখ মিশে চেনা অচেনাতে
নতুন বন্ধু জীবনে এসেছে আসবে অনেকে আরও
ভুলতে পারিনা তোকে বন্ধু অবসরে ভাসে মুখ আজও
এইতো সেদিন সোনা ঝরা বিকাল বেলাতে মাঠে
মনে হয়। বছর অনেক বন্ধু তবে গেল কেটে
বেসুরো কন্ঠে গলা খুলে সেই গেয়ে যাওয়া গান
সময় পেলেই সিগারেটে দম ফুকফুক টান
আজকে বড় হাসির খোরাক ফেলে আসা সেই স্মৃতি
ঠোঁটে ঠোঁটে তখন ব্যারিকেড প্রেমের পদ্য গীতি
হারানো স্মৃতিকে কাছে টেনে রাখি বুকের মাঝে
সময় পেলেই ডায়েরী উল্টে খুঁজে চলি অচেনাকে।

Comments

Popular posts from this blog

রং মশাল