তোকে না আগেই বলেছি, তুই সামনে এলে
হৃৎপিন্ডের ধুকপুকুনিটা হাজার গুণ বেড়ে
যায়। ছুটে বাইরে বেরিয়ে আসতে চায়। তোর
সাথে প্রতিবারই মনে হয়, প্রথম দেখা। আমার
মনে প্রাণে এক হিন্দোল কেন তুলিস বলতো?
রাস্তার এক পাশে বাইকটা রেখে আলতো
হাসির জোয়ার আনা তোর আমার স্বভাব হয়ে
দাঁড়িয়েছে বুঝি। শত লজ্জা হাজার ভয়ে
ভীত তুই। তবু দেখা না করলেই নয়। সাইকেল
ধরে তোর দাঁড়ানো আর বিকালের স্বর্ণালী রোদ
তোর চোখে মুখে। যেন রঙীন প্রজাপতি। দেখ
তুই না মন ভালো করা এক দাওয়াই। সে তুই
যা-ই বল না কেন! তোর সাথে একবারের ঐ
মিনিট পাঁচের দেখাতেই মনে প্রাণে এক অন্য
আবেশ আনে। সেটা তুই মানিস বা না-ই মানিস।
তোর সাথে ছায়ার মত লেগে থাকা আর নিরাপদে
এগিয়ে চলার জন্য জোঁক হতেও রাজি। বিশ্বাস কর
তোর জীবনের চলার পথে গোলাপ পাঁপড়িতে ভরিয়ে দেব।
কন্টকহীন পথে তোর কোমল পা রাখিস। রাখবি তো?

Comments

Popular posts from this blog

রং মশাল