মন খারাপ! মন খারাপ!! মন খারাপ!!!
অনেক তো মন খারাপ করলাম।
কাঁদলাম, চুপচাপ নিভৃতে বসে থাকলাম।
সেই যে আমার মুদ্রাদোষ গুণগুণ করে সুর ভাজা
বকবক করে কান মাথা ধরিয়ে দেওয়া... না রে,
সেই চেনা চেহারায় আজ মেলাতে পারবি না।
সত্যি বলছি, রাগ অভিমান বা ক্ষোভ শুধু কি
তোর একারই থাকতে আছে, আমার কি নেই?
তোর সেই স্মৃতি হানা দেয়, মুহুর্তের জন্য চোখের
কোণে জল বিন্দুর সঞ্চার করে। আপোষ করা
আমার ধাতে কস্মিনকালেও ছিল না, তবু সেপথে
হাঁটতেও দ্বিধা বোধ করিনি। ছাড় সে কথা...
তোর সাথে কথা বলতে চাই, আকারে ইঙ্গিতে বুঝিয়েছি
বুঝিসনি অবুঝের মতো এড়িয়ে গেছিস।
আজ তোর চোখে আঙুল দেখিয়ে বলছি, আমি ভালো আছি...ভালো থাকবো....!!!

Comments

Popular posts from this blog

রং মশাল