_______মুহুর্তের ভুল_______

মুহূর্তের ভুল ছিল সবই,
যা বলে এসেছি এতদিন।
লয় মেলাতে পারিনা হারমোনিয়ামে,
মন্দ্র-মধ্য-তারে গুলিয়ে ফেলছি বারংবার।
এ তাল-লয়-ছন্দ সময়ের,
যেখানে দাদরা-কাহারবা -রা অর্থহীন।
জীবন মোড় নেয় নতুন পথে,
কিছু না বলা কথা বলতে চেয়েছি মাত্র,
বলতে পারিনি.....
ধুস! তার চেয়ে ঢের ভালো এই নীরবতা....

Comments

Popular posts from this blog

রং মশাল