তোকে বোধ হয় সত্যিই ভালোবেসে
ফেলেছি। তুই বিশ্বাস করিস আর না-ই
বা করিস। ধুকপুকুনিটা কিন্তু বেড়েই
চলেছে দিন কে দিন। মিঠে কড়া খুনসুটি
আর তোর সাথে কাটানো মুহুর্ত হানা দেয়
অবচেতনে। দুর্মূল্য চোখের জল..
ফেলেছি। তুই বিশ্বাস করিস আর না-ই
বা করিস। ধুকপুকুনিটা কিন্তু বেড়েই
চলেছে দিন কে দিন। মিঠে কড়া খুনসুটি
আর তোর সাথে কাটানো মুহুর্ত হানা দেয়
অবচেতনে। দুর্মূল্য চোখের জল..
Comments
Post a Comment