এ কবিতা নয়...
আমার নিলয় অলিন্দে ছুটে চলা
রক্ত জানে, আমি কবি নই। মস্তিষ্কের
সাহিত্য খন্ড জানে, এ শব্দচুরি নয়।
হাতে চলতে থাকা লেখনী জানে,
তাকে আজ ছুটতে হবে, কাটতে হবে আঁচড়।
সে জানে আগা পাঁচ তলা ভাবনার লেশ
মাত্র নেই। শুধুই ছুট,......
নিমেষে হারায় সাহারায় নিমেষে ষ্পর্শ এভারেস্ট
ছুটে চলি ইউটোপিয়াতে কলমের নিবে চড়ে
এলডোরাডোয় স্বর্ণ কুড়াই ইতিহাস চিতোরে।
মস্তিষ্কের খন্ড বিখন্ডে ভেসে ওঠে বর্ণমালা,
স্বর ব্যঞ্জনে সন্ধি প্রত্যয়ে শব্দ গড়ে অক্ষরমালা।
আমার নিলয় অলিন্দে ছুটে চলা
রক্ত জানে, আমি কবি নই। মস্তিষ্কের
সাহিত্য খন্ড জানে, এ শব্দচুরি নয়।
হাতে চলতে থাকা লেখনী জানে,
তাকে আজ ছুটতে হবে, কাটতে হবে আঁচড়।
সে জানে আগা পাঁচ তলা ভাবনার লেশ
মাত্র নেই। শুধুই ছুট,......
নিমেষে হারায় সাহারায় নিমেষে ষ্পর্শ এভারেস্ট
ছুটে চলি ইউটোপিয়াতে কলমের নিবে চড়ে
এলডোরাডোয় স্বর্ণ কুড়াই ইতিহাস চিতোরে।
মস্তিষ্কের খন্ড বিখন্ডে ভেসে ওঠে বর্ণমালা,
স্বর ব্যঞ্জনে সন্ধি প্রত্যয়ে শব্দ গড়ে অক্ষরমালা।
Comments
Post a Comment