এসেছে আবার গরম আবহাওয়া।
উঁহু উঁহু রোদ্দুরের নয়রে পাগলা
ভোটের রে। এই তুই ভোট দিবি না?
তোর চাইতেও তোর ভোটের দামটা
কিন্তু অনেক অনেক গুণ বেশী।
আমরা আবার সেজেগুজে টুং করে
একটা বোতাম টিপে আসব। ব্যস
দায়িত্ব শেষ। ঐ টুকুই তো গণতন্ত্র।
নিজের ল্যাজে নিজেরা আগুন দিয়ে
শাখামৃগ সেজে টিভির সামনে বসব।
কে যোগ্য আর কে যোগ্য নয় আমরা
আজো জলছাপ দেখে বিচার করি রে।
আমরা নাকি বুদ্ধিমান বলে দাবী করি
নিজেদের। যেদিন দেখব কোন বুথে
নোটা জিতেছে, বুঝব সেদিন মানুষ বুঝতে
শিখেছে। আমরা আজো এডুকেটেড ইলিটারেট।
কি রে তুই কি ভাবলি? ভাবলি কিছু?

Comments

Popular posts from this blog

রং মশাল