Alma Mater
ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে,
সোঁদা গন্ধের মাদকতা বাতাসে।
এক অজানা অচেনা আবেশে
ভর করেছে। তোর কথা মনে
পড়াচ্ছে খুব। মনে পড়ে তোর সেই
কথা গুলো? বৃষ্টির দিনে স্কুলে...
সোঁদা গন্ধের মাদকতা বাতাসে।
এক অজানা অচেনা আবেশে
ভর করেছে। তোর কথা মনে
পড়াচ্ছে খুব। মনে পড়ে তোর সেই
কথা গুলো? বৃষ্টির দিনে স্কুলে...
জানলা গলিয়ে টুপ টুপ বৃষ্টি ফোঁটা
হাতে নিয়ে, সেই ভীষন ছেলেমানুষী।
কি মিষ্টিই ছিল বল, সেই দিন গুলো?
ক্লাসের ফাঁকে পিছনের বেঞ্চে খুনসুটি।
ঝুমুর তালে বেঞ্চি বাজিয়ে হেসে কুটিকুটি।
স্যরের গলা নকল করা, ম্যাডামদের চলা
তোদের হাসিয়ে নাচের কাকুর মত করে হাঁটা।
সিঙাড়া নিয়ে হুড়োহুড়ি আর আইসক্রীম ছুঁড়ে মারা
সেদিনগুলোর মিঠে স্মৃতিতে আজ অশ্রু গড়িয়ে পড়া।
হাতে নিয়ে, সেই ভীষন ছেলেমানুষী।
কি মিষ্টিই ছিল বল, সেই দিন গুলো?
ক্লাসের ফাঁকে পিছনের বেঞ্চে খুনসুটি।
ঝুমুর তালে বেঞ্চি বাজিয়ে হেসে কুটিকুটি।
স্যরের গলা নকল করা, ম্যাডামদের চলা
তোদের হাসিয়ে নাচের কাকুর মত করে হাঁটা।
সিঙাড়া নিয়ে হুড়োহুড়ি আর আইসক্রীম ছুঁড়ে মারা
সেদিনগুলোর মিঠে স্মৃতিতে আজ অশ্রু গড়িয়ে পড়া।
তোদেরও কি এমন হয়?
Comments
Post a Comment