বর্ষবরণ করিতে হইবে, তোড়জোড় শুরু হইয়াছে। 
এককালে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা আয়োজিত হইত।
যুগ বদলাইয়াছে বায়সের তালে ঠেকা দিয়া বয়সও বাড়িয়াছে।
অধুনা দেখিতেছি, বর্ষবরনে মধু গাইছে, চার বোতল ভোডকা...
যুগান্তরে রবীনজরুল কেশ দাঁড়ি উৎপাটন করিতেছেন।
খোল কর্তালের চল নাই বলিলেই চলে আসিয়াছে ডিজে।
পক্ষপাতীত্ব করিতেছি না, স্বয়ং আছি কি না... ঐ বেবী ডল টা চালা।

১লা বৈশাখ

Comments

Popular posts from this blog

রং মশাল