____________রাত তোমাকে___________

রাতকে তোমরা অন্ধকার ভেবে এসেছ
এতকাল। আদতে কি তাই?
তারও নিজস্ব রং আছে 
স্বকীয় ধর্ম আছে।
রাত মানেই কালো নয়...
রাতেরও মন আছে,
মনে প্রেম আছে।
বুকে ব্যথা আছে,
হৃদয়ে ছবি আঁকে।

এমনও রাত আছে বিস্ময় তার চোখে,
এমনও রাত আছে একাকী সে জাগে।
ব্যর্থ প্রেমিকের মত সেও তারা গোনে।
উন্মাদের মত সে ও উদ্দাম হাসি হাসে।

কখনো স্তব্ধ হয়, ক্লান্তি তার চোখে
ভাঙা স্বপ্নে মেঘেদের নিয়ে আনমনে
জলরঙে তুলি টানে।
একখানা ব্লেড টেনে যেন
চিরে ফেলে তার শিরা উপশিরা একে একে।
মেঘলা আকাশে ভাঙা চাঁদ
যযাতির যাচনা নিয়ে আজও বেঁচে থাকে।
রাত বাড়ে...

রাত কখনো মিশে যায় ডিমলাইটে
কখনো জ্যোৎস্নায়, কখনো জোনাকীতে।
মুহূর্তরা গোপন পৃথিবীর টানে তলিয়ে গেলে,
ফণা তুলে ওঠে অন্তিম প্রহর...
© বাসব চক্রবর্ত্তী © ১৪/০৮/২০১৬

Comments

Popular posts from this blog

রং মশাল