_______________সমুদ্র স্নান____________
সবাই দলবেঁধে ছুটে আসে সমুদ্র দেখতে
একটু স্নান করতে। সমুদ্রের সঙ্গে খেলা করতে।
সৈকতের ধার দিয়ে হাঁটা,
উপদ্রবহীন,
আরো একটু কাছ থেকে দেখা।
সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে
বেশ লাগে। নিজেকে বীর মনে হয়।
হাতে বিয়ারের ক্যান আর সিগারেটের ধোঁয়ায়
নিজেকে মত্ত করে পাল্লা দিই সমুদ্রের উদ্দামতার সাথে
স্টিয়ারিং কখন ঘুরে যায় কোন দিকে
বোঝার উপায় থাকে না।
উদ্দামতায় উন্মত্ততায় হার মানে সমুদ্র
মৃত্যুকে আমন্ত্রণ...
সমুদ্র হতে পারে উদ্দাম,
তোমার উদ্দামতা এফোঁড়-ওফোঁড় করে দখিণা বাতাস।
ভেঙেছ নিরন্তর স্তব্ধতাকে...
সমুদ্র শক্তিশালী তবু অতটা ঘাতক নয়...
© বাসব চক্রবর্ত্তী ©
২২/০৮/২০১৬

Comments

Popular posts from this blog

রং মশাল