ছন্দা তোমার ছন্দ পতনে কাঁদে গোটা বাংলা
ছন্দা তোমার ফিরে আসা অনেক বড় পাওনা
ছন্দা তোমার জয়ধ্বজা আবার ওড়াও বাংলায়
ছন্দা তোমার গল্প বল আবার টিভির পর্দায়
ছন্দা তোমার পায়ের তলায় হিমালয় তথা বিশ্ব
ছন্দা তোমার গল্প ছাড়া আমরা আজ নিঃস্ব
ছন্দা তোমার জীবন জানি শান্তি নয় সে যুদ্ধ
ছন্দা তোমার অদম্য সাহস মানে আবালবৃদ্ধ
ছন্দা তোমার প্রত্যাবর্তন এই আমাদের কাম্য
ছন্দা তোমার অভিযান হয়ে যায়নি ব্যর্থ....
ছন্দা গায়েন তোমার আশায় পথ চেয়ে বসে আছি...ফিরে এস তুমি ফিরে এস...

Comments

Popular posts from this blog

রং মশাল