তোর চোখের ভাষা জানিয়ে দেয়
কি পুষে রেখেছিস নিজের মনে।
কি এমন সে অব্যক্ত ব্যথা যাতে
আমায় ঝলসে দিতে চাস, জানা নেই।
নীল রঙা বিষে শিরায় ছুটছে রক্ত
বিষের উদ্গারণ এবার লসিকায়...
কি পুষে রেখেছিস নিজের মনে।
কি এমন সে অব্যক্ত ব্যথা যাতে
আমায় ঝলসে দিতে চাস, জানা নেই।
নীল রঙা বিষে শিরায় ছুটছে রক্ত
বিষের উদ্গারণ এবার লসিকায়...
Comments
Post a Comment