রাত পোহালেই একুশে
চোখের কোণে দু-ফোঁটা জল
সালাম-বরকতদের সেলাম।
ভাষার জন্য রাস্তা ভেসেছিল
সেদিন, তাঁদের তাজা বুকের রক্তে।
লুটিয়ে পড়েছিল রাজপথে।
ভাষার জন্য আজ আমাদের লজ্জা হয়
ভাষা আজ খিস্তি আর খেউর সমৃদ্ধ।
লজ্জা হয়, শুনে দেখে লজ্জা হয়...
কোথায় রফিক, কোথায় জব্বার
স্মৃতি হাতড়েও হয়তো খুঁজে পাবো না,
জাতীয় মাতৃ ভাষা দিবসে দু ফোটা আলতা
ছিটিয়ে, গোলাপের পাপড়ি ছড়িয়ে
আর “আমার ভায়ের রক্ত রাঙানো”
লাউডস্পীকারে বাজালেই সম্মান জানানো হয় কি?
কই তেমন টা আমি শুনিনি, আর জানিও না।
মহা সঙ্কটে আজ আমাদের বাংলা ভাষা, হিন্দী আর ইংলিশের দৌলতে, ভুলতে
বসেছে, নিজের মাতৃভাষাকে বাঙালী। আমরা অনুকরণপ্রিয়, সে আদিকাল থেকেই
তাই বলে নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতিকেই দুমড়ে মুচড়ে ফেলতে হবে? কি জানি?
তবে শফিউরদের সেদিনের আত্মবলিদান কাদের জন্য ছিল্? বলতে পারবে কি?
আজ একজনকে টানা পাঁচ মিনিট বাংলা শব্দে কথা বলতে বললেই হোঁচট খাবে।
স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ভুলতে বসেছে, ইংলিশ এ্যালফাবেট সেদিকে ঝড়ের গতিতে।
অমর একুশে আজ কি সত্যিই অমর???
কিচ্ছু বলার নেই আর, যা ক্ষোভ উগরে দিলাম। বাদ বাকী তোমাদের ভাববার...

Comments

Popular posts from this blog

রং মশাল